ঢাকাসোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

পাকিস্তানি হিন্দুরা পাচ্ছেন বিয়ের আইনি বৈধতা

আরটিভি অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০১৭ , ১২:৫৫ পিএম


loading/img

নতুন করে পাকিস্তানে বসবাসরত হিন্দুরা পাচ্ছেন বিয়ের আইনি বৈধতা। এ সংক্রান্ত হিন্দু ম্যারেজ বিল ২০১৬ পাস করলো পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি। এবার পাক সিনেটে বিলটি পাশ হলেই তা আইনে পরিণত হবে।

বিজ্ঞাপন

পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সংখ্যালঘু সদস্য রমেশ কুমার বললেন, এ বিল পাকিস্তানে বসবাসরত হিন্দুদের জন্য নতুন বছরের উপহার।

পাকিস্তানে বর্তমানে বসবাসকারী হিন্দুরা দেশটির মোট জনসংখ্যার ১.৬ শতাংশ। ১৯৪৭ সালের পর থেকে পাক হিন্দুদের জন্য আলাদা কোনো বিয়ের আইন ছিল না। বিয়ে সরকারের খাতায় নথিভুক্ত করা হতো না তাদের বিয়ে। ফলে নানা ক্ষেত্রে অসুবিধার মু্খোমুখি হতে হয় হিন্দু ধর্মাবলম্বীদের। বিলটি আইনে পরিণত হলে একমাত্র সিন্ধ-প্রদেশ ছাড়া গোটা পাকিস্তানেই তা চালু হবে। কারণ সিন্ধু গেলো বছর আলাদা একটি বিল পাশ করেছে।

বিজ্ঞাপন

পাকিস্তানে বসবাসরত হিন্দুরা  বিয়ে বিচ্ছেদের জন্য আদালতেও যেতে পারবেন। বিবাহ নথিভুক্ত করলে পাওয়া যাবে একটি সার্টিফিকেট। নিকাহনামার সমান মর্যাদা পাবে এটি। এ আইনে হিন্দু বিধবাদের পুনঃবিবাহ করার ব্যবস্থা রাখা হচ্ছে। তবে এক্ষেত্রে স্বামীর মৃত্যুর পর অপেক্ষা করতে হবে ৬ মাস।

এপি/এমকে    

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |